রাজ্যে দ্বিতীয় দফার ভোটের জন্য আসছে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া দ্বিতীয় দফার ভোটের জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষক আসছে রাজ্যে। দ্বিতীয় দফার ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়ি কেন্দ্রে। জানা গিয়েছে, রায়গঞ্জ কেন্দ্রের দায়িত্ব সামলাবেন রাজেশ কুমার সিং। অশোক কুমার দাসকে দার্জিলিং ও জলপাইগুড়ি কেন্দ্রের পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের চারটি রাজ্য থেকে ফোর্স আসছে। মেঘালয় থেকে আসছে ১০ কোম্পানি, নাগাল্যান্ড থেকে পাঁচ কোম্পানি, সিকিম থেকে আট কোম্পানি ও ত্রিপুরা থেকে দুই কম্পানি সশস্ত্র ফোর্স আনা হচ্ছে।
শুক্রবার থেকে দ্বিতীয় দফার জন্য এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে ফোর্স। অপরদিকে, দার্জিলিঙের জন্য জেনারেল অবজারভার হিসেবে কুশবিহারী পান্ডিয়া ও জয়রাম এনকে নিয়োগ করা হয়েছে। রায়গঞ্জের জন্য জেনেরাল অবজারভারের দায়িত্ব সামলাবেন অমরেন্দ্র প্রসাদ সিং।
Be the first to comment