বাংলায় কোনওভাবেই এনআরসি করতে দেবো নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

বৃহস্পতিবার প্রথম দফার ভোট চলাকালীন পাহাড় থেকে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দার্জিলিঙের চকবাজারের সভা থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবারও তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পাশাপাশি মমতার শব্দ বাণে বিদ্ধ হলেন বিদায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া ও বিমল গুরুংও। এদিন এনআরসি ইস্যুতে ফের গেরুয়া বাহিনীর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বলেন, ক্ষমতায় এলে গোটা দেশে এনআরসি করতে চায় বিজেপি ৷ তবে বাংলায় যে কোনওভাবেই এনআরসি করতে দেওয়া হবে না তাও এদিনের বক্তব্যে স্পষ্ট করে দেন মমতা।

পাশাপাশি এদিন জনসভা থেকে তৃণমূলনেত্রীর অভিযোগ, পাঁচ বছরে কোনও কাজ করেনি বিজেপি ৷ উল্টে দেশ জুড়ে বিপর্যয় নেমে এসেছে ৷ কর্মসংস্থানে যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল তা তো হয়নি উল্টে দেশ জুড়ে বেকারত্ব রেকর্ড হারে বেড়েছে ৷ এদিন দার্জিলিঙের মোটর স্ট্যান্ডের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, আগে দিল্লি সামলা, পরে বাংলা। জনতার উদ্দেশ্যে মমতা আরও বলেন বাংলায় বিয়াল্লিশে ৪২ চাই। মোদী সরকারকে উৎখাত করতে হবে ৷ লোকসভা ভোটে দিল্লি দখল করতে হবে ৷

অন্যদিকে মমতা এদিন আরও বলেন, বিজেপি পাহাড়ের উন্নয়ন চায় না ৷ দার্জিলিঙে অশান্তি হলে বিজেপির লাভ ৷ গোর্খারা সেনাবাহিনীর গৌরব ৷ ভোটে জিতে দেখা মেলেনি আলুওয়ালিয়ার ৷ দার্জিলিঙে দেখা মেলেনি বিজেপি সাংসদের ৷ পাহাড়ের জন্য কিছু ভাবেনি বিজেপি। শুধু ভোটের জন্য আমি দার্জিলিঙে আসি না। ৩ মাস পরপর পাহাড়ে আসি। এছাড়াও, দার্জিলিঙের তৃণমূল প্রার্থীর প্রশংসা করে তৃণমূলনেত্রী বলেন, অমর সিং রাই পাহাড়ের ভূমিপুত্র ৷ আপনাদের নিজের ছেলেকেই প্রার্থী করেছে তৃণমূল ৷ পাহাড়ে বিমল গুরুং এখন নেই ৷ পাহাড়ে আমাদের কেউ শত্রু নেই ৷ পাহাড়ে অশান্তিতে মদত দিচ্ছে বিজেপি। ওদের সাহায্য করবেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত পাঁচ বছরের কাজের সমালোচনা করে মমতার আক্রমণ, দেশের সংবিধান সংকটে, দেশের গণতন্ত্র বিপদের মুখে ৷ শুধু নিজের প্রচার করেন মোদী। নিজের নামে সিনেমা বানিয়েছেন মোদী। নিজের নামে টিভি চ্যানেল করেছেন ৷ ভোটের পর লোকে চপ্পল ছুড়বে।

এদিন কী বললেন মমতা?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/364995757470976/?t=8

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*