আবারও বিশ্বের মঞ্চে পুরস্কৃত হলো রাজ্য সরকারের দুটি প্রকল্প উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী। বৃহস্পতিবার ফেসবুকে এই খবরই পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সংগঠনটি রাষ্ট্রসংঘ স্বীকৃত। উল্লেখ্য, এর আগে কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে। এবার পুরস্কার পেলো বাংলার আরও দুই প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টটিতে লিখেছেন, ১৮টি বিভাগে ১০৬২টি মনোনয়ন জমা পড়েছিলো। তার মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে সেরার শিরোপা পেয়েছে উৎকর্ষ বাংলা। আর আইসিটি অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট বিভাগে প্রথমে পাঁচে জায়গা পেয়েছে সবুজ সাথী। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মমতা আরও লিখেছেন, এই দুটি প্রকল্পই আমাদের তরুণ প্রজন্মের জন্য। উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ দেওয়া হয় তরুণ-তরুণীদের আর তার ফলে প্রতি বছরই ৬ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়। অন্যদিকে সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়। এখনও পর্যন্ত ওই প্রকল্পে ১ কোটি সাইকেল বিলি করা হয়েছে।
সর্বশেষে মমতা লেখেন, আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
Be the first to comment