লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের রিপোর্ট

Spread the love

ছবি- (এএনআই)

শেষ হলো লেকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও টুকরো কিছু ঘটনা ছাড়া সেভাবে কোনও সমস্যার অভিযোগ ওঠেনি। ভোট শেষে নির্বাচনী আধিকারিক জানান একথা। আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আজ। আলিপুরদুয়ারে মোট ৮১.০৫% ভোট পড়েছে ৷ কোচবিহারে মোট ভোট পড়েছে ৮১.৯৪%।

প্রচন্ড গরম ছিল আজ কিন্তু সেই গরম এড়িয়েও ভোট দিয়েছে মানুষ। তবে, বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে ৷বড়শোলমারিতে ইভিএম ভাঙচুর করার অভিযোগ ওঠে।  মাথাভাঙায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উত্তরবঙ্গের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বচসায় উত্তেজনা তৈরি হয়। এছাড়াও তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের।

তবে সবমিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটল বাংলার প্রথম দফার নির্বাচন এমনটাই জানিয়েছে নির্বাচনী আধিকারিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*