নির্বাচনী বন্ডের উপর আপাতত কোনও নিষেধাজ্ঞা জারি করলো না সুপ্রিম কোর্ট। তবে, ৩০ মে’র মধ্যে রাজনৈতিক দলগুলিকে ডোনেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিলো শীর্ষ আদালত। উল্লেখ্য, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচনী বন্ড বন্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছিল। তার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, আমরা বিষয়টি বিবেচনা করে দেখেছি। নির্বাচন কমিশনের অবস্থানও খতিয়ে দেখেছি। বর্তমানে বিষয়টি নিয়ে আরও শুনানির প্রয়োজন রয়েছে। আদালতকে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি তা যেন পক্ষপাতমূলক না হয়।
পাশাপাশি, অর্থমন্ত্রককে এপ্রিল ও মে মাসে নির্বাচনী বন্ড কেনার দিনসংখ্যা ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গতকাল সুপ্রিম কোর্ট বলে, নির্বাচনী ফান্ড কারা কিনছে তাদের পরিচয় জানানো না হয় তাহলে কালো টাকার রুখতে সরকারের চেষ্টা ধাক্কা খাবে। কিন্তু, তার বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার। জানানো হয়, নির্বাচনে কালো টাকা ও কর-বহির্ভূত টাকা বন্ধ করা উদ্দেশ্য। নির্বাচনের পর আদালত বিষয়টি পরীক্ষা করে দেখুক।
Be the first to comment