রামনবমীকে কেন্দ্র করে ছড়ালো তীব্র উত্তেজনা। অশান্তি এড়াতে প্রশাসনকে সতর্ক করলো নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সমস্ত জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি রামনবমীতে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, রামনবমীতে স্পর্শকাতর এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য ৷ কলকাতা-সহ সব জেলাকে ইতিমধ্যেই সতর্ক করেছে কমিশন। যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল ও ব্যারাকপুরে বাহিনী চায় রাজ্য ৷ দুই জায়গায় এক কোম্পানি করে বাহিনীর আবেদন জানিয়েছে রাজ্য। জানা গিয়েছে, প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বাহিনী দিচ্ছে কমিশন।
অন্যদিকে বিশেষ পুলিশ পর্যবেক্ষেক বিবেক দুবের মন্তব্য, রামনবমীতে অস্ত্র মিছিল দেখার দায়িত্ব জেলা প্রশাসনের ৷ এখন আমার কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট ৷ অন্যদিকে বিজেপির সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে বিবেক দুবে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
Be the first to comment