গ্রেফতারির বিরুদ্ধে সওয়াল করলেন রাজীব কুমার। উল্লেখ্য, গত ৩ ফেব্রয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলঙে সিবিআই-এর মুখোমুখি হন রাজীব। তারপরই রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সিবিআই। তার পরিপ্রেক্ষিতেই শনিবারই হলফনামা জমা দিলেন রাজীব কুমার।
জানা গিয়েছে, হলফনামায় রাজীব কুমার দাবি করেছেন, শিলঙে তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন, নিজেই জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও করতে বলেন। সেক্ষেত্রে গ্রেফতারির কোনও প্রয়োজন নেই বলেই তাঁর মন্তব্য। হলফনামায় সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেন রাজীব। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।
Be the first to comment