বিয়ের দিনটা খুবই স্পেশাল তাই ঐ দিনের looks টা একদম অন্যরকম হওয়া চাই।
মেকআপ তো হবেই তারও আগে ত্বক আর চুলটা ঠিকঠাক রাখা বেশি দরকারি নাহলে কোনো মেকআপ ততটা উজ্জ্বল লাগবেনা।
যেহেতু গরম তাই বিয়ের আগে অন্তত ১৫ দিন একটা প্রি-ব্রাইডাল টেক কেয়ার করা খুবই দরকারি। সেক্ষেত্রে ফ্লোরা’স গোল্ড ফেসওয়াশ, সানস্ক্রিন, ট্যান ক্লিয়ার স্ক্রাব, ভেজ পিল প্রয়োজনীয়। যাতে ত্বক একদম ট্যান ফ্রী থাকে৷ প্রতিদিন একটা করে মাস্ক যেমন ফ্লোরা’স সীউইড ব্যবহার করা যেতেই পারে। এটা ত্বককে আর্দ্র রাখবে।সাথে একটা হালকা ময়েসচারাইজার রাতে ব্যবহার করতে হবে। আর অবশ্যই বিয়ের আগে দুবার অন্তত ফ্লোরা’স পার্ল ফেসিয়াল করতে হবে যাতে সমস্ত ট্যান ছোপ চলে যায়। এভাবে যদি প্রতিনিয়ত মেনে চলা যায় তাহলে আর কোনো কথাই নেই, অবশ্যই প্রতিদিন বাড়িতে ব্যবহার করতে হবে ফ্লোরা’স শ্যাম্পু ও স্পা।
এবার আসা যাক মেকআপে, যেহেতু গরমকাল তাই মেকাপটা ত্বক অনুযায়ী দেখে পছন্দ করতে হবে। খুব ঘামার প্রবনতা বা তেলতেলে ত্বক হলে ম্যাট ফিনশ এবং ওয়াটার বেস ফাউন্ডেশান দিয়ে শুরু করতে হবে। তারআগে অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের অয়েল কন্ট্রোল লোশন ও প্রাইমার ব্যবহার করতে হবে। বেসটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর বাকি মেকআপ যেমন চোখ, মুখ, ঠোঁট এগুলোর দিকে যেতে হবে। আর মেকআপ ধরে রাখার জন্য অবশ্যই মেকআপের শেষে একটা ফিক্সিং স্প্রে দিতে হবে। আর সাথে রাখতে হবে ফ্লোরা’স রোজ টোনারে ভেজানো একটা স্পঞ্জ যেটা মাঝে মাঝে চাপলে মুখে মেকআপ বহুক্ষণ থাকবে।
অবশ্যই বিয়ের আগে একমাস দিনে অন্তত ৪লিটার করে জল খাওয়া জরুরি। আর অবশ্যই বিয়ের কয়েকটা দিন আগে থেকে সমস্ত স্পাইসি খাবার বন্ধ করে তরল খাবার খেয়ে থাকলে বিয়ের দিন ত্বক ও চুল দুটোই খুব সুন্দর লাগবে।
Be the first to comment