দ্বিতীয় দফার নির্বাচনেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

Spread the love

দ্বিতীয় দফার নির্বাচনেও সব বুথে দেওয়া যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। এদিকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সে কথা জানানো হয়েছে। শনিবার রাজ্যের স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে জানিয়েছেন, ১৩৪ কোম্পানি দিয়েই হবে দ্বিতীয় দফার নির্বাচন। ১৬ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে লোকসভা নির্বাচন। কমিশনের তরফে যে হিসেব দেওয়া হয়েছে সেই অনুযায়ী দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৫৩৯০ টি। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ১৩৪ কোম্পানি।

সাধারণ হিসেব অনুযায়ী, এক কোম্পানিতে ১০০ জন জওয়ান থাকে। এর মধ্যে সবাইকে বুথে বুথে মোতায়ন করা সম্ভব নয়, তাদের অন্য কাজেও লাগানো হয়। এরপর কেন্দ্র কতটা স্পর্শকাতর তার ভিত্তিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। সেই মতো হিসেব করলে সব বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া অসম্ভব। কারণ হিসেবে বলা যায়, দার্জিলিংয়ে ৮৭৪ টি বুথ রয়েছে, এর মধ্যে ৬৮৫ টি বুথই স্পর্শকাতর। বাকি দুই লোকসভা কেন্দ্রেও রয়েছে এই রকম অনেক বুথ। তাই সব বুথে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী দেওয়া অসম্ভব।

আজ জানিয়ে দেওয়া হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া অসম্ভব। তাই ১৩৪ কোম্পানিতেই সারতে হবে দ্বিতীয় দফার নির্বাচন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*