আবারও ব্যালট ব্যবহারের দাবিতে সরব হলো বিরোধীরা

Spread the love

নির্বাচনের মাঝেই ফের ব্যালট ব্যবহারের দাবিতে সরব হলো বিরোধীরা। রবিবার দিল্লিতে এক বৈঠকে ব্যালট পেপার ব্যবহারের দাবি তুলল প্রায় ২০টি বিরোধী দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু আগেই ইভিএম-এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ তিনি দাবি করেন ১১ এপ্রিল নির্বাচনের দিন ব্যবহার হওয়া ইভিএম-এর মধ্যে গোলমাল আছে। পাশাপাশি এদিন ইভিএম-এ ত্রুটি প্রসঙ্গে বৈঠকের পর বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে, ৫০ শতাংশ মেশিনের পেপার ট্রেইল পরীক্ষা করে দেখার দাবি জানিয়ে শীর্ষ আদালতে যাবে তারা।

এদিন চন্দ্রবাবু নাইডু দাবি করেন, অন্ধ্রপ্রদেশের বুথকেন্দ্রগুলিতে ৪৫৮৩টি ইভিএম একেবারে অকেজো ছিল। নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, ওরা বিজেপির ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে। গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

এদিনের বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, কমিশন আমাদের দাবি গুরুত্ব দিয়ে দেখছে না। তাই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*