রবিবার প্রচারে গিয়ে কাশ্মীরি পণ্ডিতদের আবেগকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আশ্বাস দিলেন, ক্ষমতায় ফিরলে কাশ্মীরি পণ্ডিতদের দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে দেবে বিজেপি। এদিন জম্মুর কাঠুয়াতে ভোটের প্রচার করেন নমো। জম্মুতেই দীর্ঘ দিনের বসবাস হিন্দু পণ্ডিতদের তাই ভোটের বৈতরণী পার করতে হিন্দু ভোট একত্রিত করতে নয়া কৌশল বিজেপির। এদিন কাঠুয়াতে প্রাচরে কাশ্মীরি পণ্ডিতদের কথা টেনে কংগ্রেসকে তুলোধোনা করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস ও বিভিন্ন সময়ে তাদের জোটের বন্ধুদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থেই কাশ্মীরি পণ্ডিতদের ঘর-বাড়ি ছাড়া হতে হয়েছে। মোদীর প্রতিশ্রুতি ক্ষমতায় ফিরেই, বিজেপি উপত্যকার পণ্ডিতদের অধিকার ও জমি ফিরিয়ে দেওয়ার পক্ষে। এই কাজ যত দ্রুত সম্ভব করা হবে।
পাশাপাশি এদিন কংগ্রেস সহ বিরোধীদের খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের কথা শুনলে কেন ভয় পায় কংগ্রেস? এর পেছনে রয়েছে অতীত ইতিহাস। কারণ দেশের সবচেয়ে পুরনো দলটি কখনওই সন্ত্রাসের বিরুদ্ধে ভালোভাবে লড়েনি।
Be the first to comment