মায়াবতী ও যোগী আদিত্যনাথকে প্রচার বন্ধের নির্দেশ দিলো নির্বাচন কমিশন

Spread the love

বিএসপি সুপ্রিমো মায়াবতী ও যোগী আদিত্যনাথকে প্রচার বন্ধ রাখার নির্দেশ দিলো নির্বাচন কমিশন ৷ জানা গিয়েছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৭২ ঘণ্টার জন্য লোকসভা নির্বাচনের প্রচার বন্ধ রাখতে হবে যোগী আদিত্যনাথকে ৷ একই দোষে অভিযুক্ত বিএসপি প্রধান মায়াবতীকেও নোটিশ জারি করে ৪৮ ঘণ্টা ভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কমিশন ৷

উল্লেখ্য, ভোটের প্রচারে এসে ধর্মীয় ভাবাবেগ ব্যবহার করে মন্তব্য করার অভিযোগে প্রচার বন্ধের নির্দেশ দিলো কমিশন ৷ মঙ্গলবার সকাল ৬ টা থেকেই এই নিষেধাজ্ঞার সময়সীমা শুরু হতে চলেছে ৷ এই নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২ দিন প্রচার বন্ধ রাখতে হবে বিএসপি প্রধান মায়াবতীকে ৷ নির্দেশিকা জারির পর তিনদিন প্রচার বন্ধ রাখতে হবে যোগী আদিত্যনাথকেও।

রাজনৈতিক নেতারা আদর্শ আচরণবিধি ভাঙলে কী ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন? এদিন সকালেই জানতে চায় সুপ্রিম কোর্ট ৷ ধর্মীয় আবেগকে জড়িয়ে রাজনৈতিক নেতাদের একের পর এক কুমন্তব্যের জেরে শীর্ষ আদালতের প্রশ্ন, একের পর এক কুমন্তব্যে কী পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন? কমিশনের প্রতিনিধির জবাব, এব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা অত্যন্ত সীমিত ৷ আমরা নোটিস দিয়ে জবাব চাইতে পারি, কিন্তু কোনও দলের স্বীকৃতি বাতিল করতে পারি না, প্রার্থীপদও বাতিল করতে পারি না ৷ ১২ এপ্রিলের মধ্যে মায়াবতীকে জবাব দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। আমরা শুধুই নির্দেশ পাঠাতে পারি। বারবার একই অপরাধ করলে অভিযোগ দায়ের করতে পারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*