দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলন (গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট) । সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। তিনিই এই সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ। মঙ্গলবার হায়দ্রাবাদে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, মঙ্গলবার সকালেই রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (হায়দ্রাবাদ) এসে নামেন ইভাঙ্কা ট্রাম্প। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গোটা সম্মেলনে প্রায় ২৫০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
সম্মেলনের থিম ‘ওমেন ফাস্ট, প্রসপ্যারিটি ফর অল’। যে কারনেই বিশ্বের একাধিক প্রভাবশালী মহিলা উদ্যোগপতি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।সম্মেলনে উপস্থিত আছেন এসআরএস অ্যাভিয়েশনের এমডি সিবনগাইল সামবো, আফগান সিটাডেল স্যফটওয়ার কোম্পানির সিইও রোয়া মাহাবুব, গুগল নেক্সেট বিলিয়ন ইউজার্স-এর ভাইস প্রেসিডেন্ট ডায়ানা প্যাট্রিসিয়া সহ বিশিষ্টরা।
মঙ্গলবার বেলার দিকে হায়দ্রাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হায়দ্রাবাদ মেট্রো রেলের অনুষ্ঠানিক উদ্বোধন করেন নমো। মিয়াপুর থেকে নাগোল। প্রথম পর্যায়ে এই ৩০ কিলোমিটার পথেই চলবে হায়দ্রাবাদ মেট্রো। থাকবে ২৪টি স্টেশন। এদিন মেট্রো চড়ে মিয়াপুর থেকে কুকটপল্লি পর্যন্ত যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
Be the first to comment