বৃহস্পতিবার দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। অসম, বিহার, ছত্তিসগড় সহ একাধিক রাজ্যে ভোটগ্রহণ হবে আগামীকাল। ভোট হওয়ার কথা ছিল পূর্ব ত্রিপুরাতেও কিন্তু নিরাপত্তা জনিত কারণে পূর্ব ত্রিপুরায় আগামীকাল ভোটগ্রহণ হবে না। পূর্ব ত্রিপুরায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল। এছাড়াও রাজ্য সরকারের কাছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ব্যবস্থা করার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরায় প্রথম দফা নির্বাচনের সময় অবাধে রিগিং চলেছে; কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল ত্রিপুরা কংগ্রেস। নির্বাচন পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরা কংগ্রেস প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।
Be the first to comment