ডিএমকে নেত্রী কানিমোঝির বাড়িতে তল্লাশি অভিযান চালালো আয়কর দফতর। কানিমোঝির তুথুকুডির বাড়িতে চলে এই অভিযান। আয়কর দফতরের এই অভিযানকে মোদী সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে ডিএমকে।
উল্লেখ্য, এবার তুতিকোরিন থেকে ডিএমকের প্রার্থী করুণানিধি কন্যা কানিমোঝি। ভোটের জন্য তেন্নাই ছেড়ে আপাতত তিনি নিজের নির্বাচনী কেন্দ্র তুথুকুডির বাড়িতে থাকছেন। বুধবার সন্ধ্যায় সেই বাড়িতেই হানা দেয় আয়কর দফতরের আধিকারীকরা, চলে তল্লাশি। অভিযানের পর কানিমোঝি বলেন, এই ধরণের কাজে আমরা ভীত নই। উল্টে প্রমাণ হচ্ছে যে শাসক দল ভয় পেয়েছে। তবে এদিনের অভিযানের পর কামিমোঝির বাড়ি থেকে কিছু উদ্ধার সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।
এদিকে আয়কর দফতরের এই হানা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএমকে প্রধান এম কে স্টালিন। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সুন্দররাজনের বাড়িতেও কোটি কোটি টাকা রাখা রয়েছে। কেন সেখানে তল্লাশি করা হচ্ছে না? স্টালিনের আরও বলেন, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাকে ভোটে ব্যবহার করছে বিজেপি। এর থেকেই স্পষ্ট ভোটে হারার ভয় তাদের গ্রাস করেছে।
Be the first to comment