দ্বিতীয় দফার ভোটে বৃহস্পতিবার সকাল থেকেই চোপড়ায় শুরু হলো গন্ডগোল। এদিন চোপড়ার হাতিঘিষা মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটারদের অভিযোগ তাঁদের ভোট দিতে বাধা দেন তৃণমূল কর্মীরা। ভোটারদের মারধরও করা হয় বলে অভিযোগ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে চোপড়া বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে ভোটরদের সরানোর চেষ্টা করেন। ভোটারদের হুঁশিয়ারি কেন্দ্রীয়বাহিনী না আসলে ভোট হবে না। এক অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
পাশাপাশি এদিন অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ৷ পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ ৷ কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয় ৷
Be the first to comment