সুষমা স্বরাজ পাকিস্তানি নাগরিকদের চিকিৎসার জন্য ভিসা দেওয়ার একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যদিও উভয়দেশের সীমান্তে সন্ত্রাসবাদ সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে আছে। পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ শনিবার ঘোষণা করেছেন যে ভারত থেকে চিকিৎসার জন্য চারজন পাকিস্তানি নাগরিককে ভিসার ব্যবস্থা করা হবে। ইসলামাবাদে ভারতের সাথে “রাজনীতিবিষয়ক” ব্যাপারগুলো খতিয়ে দেখার পর তিন দিন পরে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতে তার চাচাতো ভাই এর লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য পাকিস্তানের শাহজীব ইকবাল চিকিৎসা ভিসার জন্য তার অফিসিয়াল টুইটার এ অনুরোধ করেন, তার অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুষমা স্বরাজ বলেন, “ভারত আপনার অনুরোধকে সম্মান জানায়, দ্রুত চিকিৎসা ভিসার ব্যবস্থা করবে।” এর আগেও সুষমা স্বরাজ তিনজন পাকিস্তানি নারীকে মেডিক্যাল ভিসা প্রদানের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছিলেন। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে যতই চাপান উতোর থাকুক না কেন, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানী নাগরিকদের চিকিৎসা ভিসা প্রদান করে এক উজ্জ্বল মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন।
Be the first to comment