লকেটের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ

Spread the love

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ভাঙচুর। যদিও সেই দাবি উড়িয়ে লকেটের পাল্টা দাবি, তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়ে আক্রমণ চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রায় প্রতি দিনের মতো শুক্রবারও প্রচারে বেরিয়েছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, সে সময় ব্যান্ডেলের গ্রিন পার্কের এই বাড়িতে হামলা চালায় একদল তৃণমূল কর্মী। টিভি, ফ্যান, কম্পিউটার, ঘরের আসবাবপত্র সবকিছু ভেঙে দেয় তারা। জানা গিয়েছে, হুগলির প্রার্থী হওয়ার পর থেকে এই বাড়িতেই থাকছিলেন লকেট।

লকেটের দাবি, প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় ভয় পেয়েছে তৃণমূল। তাই এই হামলা। তৃণমূলের দাবি, ঘটনার পিছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। লকেট চট্টোপাধ্যায়ের প্রচার নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মতভেদ ছিল। তার জেরেই এই ভাঙচুর করা হয়েছে।

ঘটনায় সৌমেন কর নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত সৌমেনকে ছাড়াতে ঘটনাস্থলে আসেন হুগলির বিজেপি জেলা সভাপতি সুবীর নাগ। তৃণমূলের কর্মীরা যদি হামলা চালায়, তবে আটক ব্যক্তিকে ছাড়াতে বিজেপি জেলা সভাপতি এলেন কেন? উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*