জেট এয়ারওয়েজের কর্মীরা হাহাকার করছে, বিসিএনএলের কর্মীরা জানেনা তাদের কি করে চলবে; বিজেপিকে আক্রমণ মমতার

Spread the love

মাসানুর রহমান,

আজ তিনটি নির্বাচনী সভা করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী বাবু বলেছিলেন, প্রতি বছর ২ কোটি মানে পাঁচ বছরে ১০ কোটি বেকারকে চাকরি দেবে। সেখানে নোটবন্দীর ফলে এক বছরেই ২ কোটি মানুষ নতুন করে বেকার হয়ে গেল।
বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, তোমরা সুপ্রীম কোর্টে গিয়ে অ্যাপিল করেছ ২০১১ সাল থেকে তদন্ত করতে। বিজেপি সিপিএমকে ছুঁয়েছে? বিজেপি কংগ্রেসকে ছুঁয়েছে? বিজেপি তৃণমূলকে গালাগাল দেয় কারণ, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দিল্লী থেকে কলকাতা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে।
তিনি বলেন, এখানে প্রচার করছে আরএসএস। আগে হাফ প্যান্ট পড়ে প্যারেড করত। বাইরে থেকে ওরা প্রচারক নিয়ে এসেছে। এদের কাজ একটাই, হিন্দু হিন্দুতে ঝামেলা লাগাও, হিন্দু মুসলমানে ঝামেলা লাগাও, মুসলমান আদিবাসীতে ঝামেলা লাগাও, আদিবাদী তপশিলিতে লাগিয়ে দাও, সাংবাদিকরা সত্যি কথা বললে তাদের গলা কেটে খুন কর, সবার ফোন ট্যাপ করো, সবার কম্পিউটার ট্যাপ করো। বিজেপির কাজ নোটবন্দী করা, ১২ হাজার কৃষকদের আত্মহত্যা করানো।
মমতা বলেন, মোদী যদি ফের ক্ষমতায় আসে, আগামী দিন আর ভোট হবেনা। বিজেপির নেতারা ইতিমধ্যেই বলা শুরু করে দিয়েছে, এটাই শেষ ভোট। বিজেপি ফিরলে আর সংবিধানও থাকবে না, গণতন্ত্রও থাকবে না। মানুষকে বাঁচতে দেবে না, এনআরসি করে তাড়িয়ে দেবে। অসমে ২২ লক্ষ হিন্দু বাঙালী এবং ২০ লক্ষ মুসলমান বাঙালীর নাম বাদ দিয়েছে এনআরসি করে। বিজেপি অনেক ঐতিহাসিক জায়গার নাম বদল করে দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*