ঘরের মাঠেই বেঙ্গালুরুর কাছে হারলো কলকাতা

Spread the love

মৈনাক সাউ, কলকাতা ১০ রানে হারল বেঙ্গালুরুর কাছে। শুক্রবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। বেঙ্গালুরুর আজকের ম্যাচের দুই হিরো বিরাট কোহলি ও মইন আলি। মইন আলির ৬৬ ও বিরাটের ১০০ রানে কলকাতার সামনে ২১৪ রানের টার্গেট রাখে বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কলকাতার। পরপর চার উইকেট হারিয়ে ফেলে কলকাতা। শেষ পর্যন্ত হাল ধরেন নীতিশ রানা (৪৬ বলে ৮৬ রানে অপরাজিত) ও আন্দ্রে রাসেল (২৫ বলে ৬৫)।  ২০ ওভারে কলকাতা করে ২০৩-৫ ।

বেঙ্গালুরুর হয়ে শুরু করতে নেমেছিলেন বিরাট কোহলি ও পৃথ্বী শ। কিন্তু শুরুতেই ১১ বলে ১১ রান করে আউট হয়ে গেল পৃথ্বী শ। তারপর ব্যাট করতে নামেন অক্ষদীপ নাথ। পাঁচ ওভারের শেষে বেঙ্গালুরু করে ৩০-১। ১৫ বলে ১৩ রান করে আউট হয় অক্ষদীপ। ১০ ওভারের শেষে বেঙ্গালুরুর রান ৭০-২।
১৫ ওভারের শেষে বেঙ্গালুরু ১২২-২। ২৮ বলে ৬৬ রান করে আউট হন মইন আলি। ৫৮ বলে ১০০ রান করে আউট হন বিরাট কোহলি। অনেক লড়াই করেছেন বিরাট কোহলি। ২০ ওভারে বেঙ্গালুরু করে ২১৩-৪।

বড় রানের লক্ষ্যে শুরুতেই জোড় ধাক্কা খায় কেকেআর। পাঁচ ওভারের শেষে কলকাতার রান ৩৩-৩। ক্রিস লিন ১, সুনীল নারিইন ১৬ ও শুবমান গিল ৯ রান করে আউট হয়ে যান। ১০ ওভারে কলকাতা তোলে ৬০-৩। ২০ বলে ৯ রান করে আউট হন উথাপ্পা।
১৫ ওভারে কলকাতার রাান ১২১-৪। তব এদিন নীতিশ রানার ৮৬ রান আর আন্দ্রে রাসেলের ৬৫ রান বাঁচাতে পারল না কলকাতাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*