আগে বিহারে যে অবস্থা ছিল, এখন পশ্চিমবঙ্গে সেরকমই অবস্থা। সেজন্যই তৃতীয় দফায় রাজ্যের ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। এদিন তিনি বলেন, ১০ বছর আগে বিহারে যে অবস্থা ছিল, বাংলায় এখন সেরকম অবস্থা । বিহারের মানুষ ও রাজনৈতিক দল বুঝে গেছে যে, মারপিট করে নির্বাচন হয় না। কিন্তু, পশ্চিমবঙ্গে সেটা এখনও কেউ বোঝেনি।
এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকের বক্তব্য, সেজন্যই তৃতীয় দফায় রাজ্যের ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁর কথায়, বিহারের ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। আর সেখানে বাংলার ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ।
পাশাপাশি অজয় নায়েক জানান, রাজ্যে প্রথম দফা ভোটের স্ক্রুটিনিতে সন্তুষ্ট কমিশন। ইতিমধ্যে সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। BJP-র তরফে ৩৫০টি বুথে পুননির্বাচনের যে দাবি তোলা হয়েছিল তা মানা হচ্ছে না। একটি বুথে পুননির্বাচন হতে পারে। তবে, দ্বিতীয় দফা ভোটের বেশ কয়েকটি বুথে পুননির্বাচন হতে পারে।
Be the first to comment