শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০৭

Spread the love

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চে ভয়াবহ বিস্ফোরণ। পাশাপাশি রাজধানী কলম্বোর তিনটি হোটেলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২০৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২৫০।

জানা গিয়েছে, কলম্বোর উত্তর অংশে কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ ঘটে। কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলেও বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর পর টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ঘটনার কড়া নিন্দা করছি। এই ধরনের বর্বরতার কোনও জায়গা নেই। শ্রীলঙ্কাবাসীর পাশে আছি।

এদিকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, আমি কলম্বোতে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। পরিস্থিতির উপর সবসময় নজর রাখছি। তিনি টুইটারে লেখেন, কলম্বোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হলো +94777903082, +94112422788, +94112422789, +94112422789 ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*