হলফনামায় সঠিক তথ্য দেননি রাহুল গান্ধী। এই অভিযোগ ওঠায় স্ক্রুটিনি স্থগিতের নির্দেশ দিলেন আমেথির জেলাশাসক রাম মনোহর মিশ্রা। জানা গিয়েছে, সোমবার ফের হবে স্ক্রুটিনি। উল্লেখ্য, শনিবার রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা ও তাঁর এদেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন ধ্রুবলাল মনোহর নামে আমেথির এক নির্দল প্রার্থী। অভিযোগ অনুযায়ী, রাহুল গান্ধী তাঁর হলফনামায় জানিয়েছেন, তিনি ১৯৯৪ সালে ফ্লোরিডার রোলিংস কলেজ থেকে BA পাস করেন । কিন্তু, ২০০৪ সালের হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেননি। অন্যদিকে রাহুল হলফনামায় আরও জানান, তিনি ১৯৯৫ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে M. Phil ডিগ্রি কমপ্লিট করেছেন। যদিও অভিযোগকারীর দাবি, রাহুল গান্ধি এই ডিগ্রি পেয়েছেন 2004-2005 সালে ।
পাশাপাশি কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে কেমব্রিজ কলেজের ডিগ্রিতে তাঁর নাম রয়েছে রাউল ভিঞ্চি । রাহুল গান্ধী নয়। আরও জানা গিয়েছে, ২০০৪ সালের হলফনামায় রাহুল ব্রিটেনের ব্যাকপস লিমিটেডে তাঁর শেয়ার রয়েছে বলে উল্লেখ করেন। সেই কম্পানির রেকর্ড অনুযায়ী, তাঁর ঠিকানা ইউনাইটেড কিংডম। পাশাপাশি, তিনি যে ব্রিটিশ নাগরিক উল্লেখ রয়েছে তাও । এরপরই স্ক্রুটিনি স্থগিতের নির্দেশ দেন জেলাশাসক।
যদিও রাহুলের আইনজীবী রাহুল কৌশিক এই অভিযোগের জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন। ঠিক হয়েছে, কাল সকালে ফের হবে স্ক্রুটিনি।
Be the first to comment