তৃতীয় দফায় ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ রবিবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ রাজ্যে তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে মঙ্গলবার অর্থাৎ আগামী ২৩ এপ্রিল ৷ তৃতীয় দফার ভোট হতে চলেছে বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ৷ ২৩ এপ্রিল প্রায় ৮৫২৫টি বুথে ভোট নেওয়া হবে ৷ এই তৃতীয় দফার ভোটেই রাজ্যে ৩২৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে ৷ সেক্ষেত্রে বুথ সংখ্যার নিরিখে প্রায় ৯২% ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে বলে কমিশন সূত্রে খবর ৷
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে ৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ৷ ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদহে ৷ মুর্শিদাবাদে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নদিয়ায় ৮ কোম্পানি এবং উত্তর দিনাজপুরে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে ৷
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য তৃতীয় দফায় নিরাপত্তা আরও বেশ কিছুটা জোরদার করল নির্বাচন কমিশন ৷
Be the first to comment