হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম। আমি বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম । আমি সেখানে আবারও যাব। সেখানে মন্দির তৈরি করতে সাহায্য করব। আমাদের কেউ আটকাতে পারবে না। ফের বিতর্কিত মন্তব্য করলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং। এই মন্তব্যের জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার। একদিনের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাকে।
এছাড়াও, বাবরি মসজিদ ধ্বংস বিষয়ে প্রজ্ঞা আরও বলেন, বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন? আমরা আসলে গর্বিত। রামমন্দিরের কিছু বর্জ্য পণ্য ছিল সেখানে। এবং আমরা তা সরিয়ে দিয়েছিলাম। এটা আমাদের দেশের আত্মমর্যাদা জাগিয়ে তুলেছে এবং আমরা একটি বিশাল রামমন্দির নির্মাণ করব।
এর আগে মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত হিসেবে সাধ্বী প্রজ্ঞা সিং মন্তব্য করেছিলেন, তাঁর অভিশাপেই মৃত্যু হয় শহিদ IPS হেমন্ত কারকারের । সেই মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রজ্ঞা।
Be the first to comment