পরপর ছ’টি বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। নিহতের সংখ্যা অন্তত ১৬০। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। তারমধ্যেই এ বার ফের জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো। শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর,এদিন দুপুর ২টো নাগাদ সপ্তম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরেই আরেকটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই এলাকাতে পৌঁছেছে সেনা। তল্লাশি চালানো হচ্ছে এলাকা জুড়ে। কারফিউ জারি করা হয়েছে কলম্বোতে।
শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালে পরপর ছ’টি বিস্ফোরণের পরে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কার রাজধানী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল প্রশাসনকে। জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে নামাতে হয় সেনা। তল্লাশি চালানো হয় হোটেল-রেস্তোরাঁতেও।
কিন্তু তার কিছুক্ষণ পরেই দুপুর ২টো নাগাদ ফের বিস্ফোরণ হয় কলম্বোর দেহিওয়ালাতে একটি হোটেলে। তার কিছুক্ষণ পরেই ওরুগোদাওয়াট্টায় আরেকটি বিস্ফোরণ হয়। এই দুই বিস্ফোরণে আরও ২জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে সেখানে নামানো হয় সেনা। পরিস্থিতি সামাল দিতে কলম্বোতে জারি করা হয়েছে কারফিউ। সাধারণ মানুষকে রাস্তায় বেরাতে বারণ করা হয়েছে। প্রত্যেকটি বড় হোটেল-রেস্তোরাঁতে তল্লাশি চালানো হচ্ছে। দোকান-পাঠ সব বন্ধ রয়েছে।
শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে খবর, এমনিতেই ৮টি বিস্ফোরণ হয়েছে কলম্বোতে। আর যাতে কোনও বিস্ফোরণ না হয়, সেই জন্য বাড়ানো হয়েছে সুরক্ষা। কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত সে ব্যাপারেই খোঁক নেওয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
Be the first to comment