বিজেপি হল সর্বনাশের দল, সত্যনাশের দল আর শুধু মিথ্যে কথা বলে; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

আজ নদীয়া জেলার রানাঘাট ও গয়েশপুরে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। মমতা বলেন, আমরা গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছি, আমাদের নির্বাচিত করেছে মানুষ, আমাদের উপেক্ষা করে দিল্লি থেকে লোক পাঠিয়ে ঠিক করছে কি করে বিজেপিকে সাহায্য করা যায়, রোজ অফিসার বদলাচ্ছে, এটা গণতন্ত্রের অপমান, সাংবিধানিক কাঠামো নষ্ট করে দিচ্ছে।  বাংলাকে গালাগালি দিচ্ছে, বিহারের সাথে তুলনা করছে, যতই যা করুক বাংলায় ওরা শূন্য পাবে।

তিনি আরোও বলেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছে, বলছে টাকা নিয়ে ওদের ভোট দিতে। ওদের এখন টাকার অনেক অহংকার, মানুষ যখন খেতে পেত না তখন একটা টাকাও দেয়নি।
আমরা ভারতবর্ষ থেকে মোদিকে হটাব, বিজেপিকে হটাব, সব আঞ্চলিক দল মিলে সরকার তৈরী করব যারা মানুষের জন্য কাজ করব, ভারতের গণতন্ত্র রক্ষা করব৷

মমতা বলেন, নাগরিক বিল করে আপনাদের সব অধিকার কেড়ে নেবে, আপনাকে ৬ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে তারপর নতুন করে নাগরিক অধিকার দেবে, যারা নাগরিক আছে তাদের আবার নতুন করে নাগরিক বানাবে – নতুন করে নাটক শুরু করেছে, বিজেপিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আসামে এনআরসি করে ৪০ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে,এর মধ্যে ২২ লক্ষ হিন্দু বাঙালী, বাকি মুসলমান, বিহারী সহ অন্য সম্প্রদায়ের মানুষও আছে। কারো বাবার, কারো মায়ের, কারো স্বামীর নাম বাদ গেছে, অনেক মানুষ আত্মহত্যা করেছে। ওরা ঠিক করবে কার নাম রাখবে আর রাখবে না। কিন্তু আমরা কোনদিন বাংলায় এন আর সি করতে দেব না। সবাই আমরা একসাথে থাকতে চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*