রাহুলের মনোনয়ন পত্র বৈধ; জানালো রিটার্নিং অফিসার

Spread the love

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মনোনয়নপত্র বৈধ। সোমবার একথা জানালেন আমেথির রিটার্নিং অফিসার। এর ফলে আমেথি থেকে রাহুলের দাঁড়ানো নিয়ে যে সাময়িক জল্পনা তৈরি হয়েছিল, তাতে ইতি পড়লো।

শনিবার রাহুলের শিক্ষাগত যোগ্যতা ও তাঁর এদেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন ধ্রুবলাল মনোহর নামে আমেথির এক নির্দল প্রার্থী । অভিযোগ অনুযায়ী, রাহুল গান্ধী তাঁর হলফনামায় জানান, তিনি ১৯৯৪ সালে ফ্লোরিডার রোলিংস কলেজ থেকে বিএ পাশ করেন। কিন্তু, ২০০৪ সালের হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেননি। অন্যদিকে রাহুল হলফনামায় আরও জানান, তিনি ১৯৯৫ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে এম ফিল ডিগ্রি সম্পূর্ণ করেছেন। যদিও অভিযোগকারীর দাবি, ২০০৪-২০০৫ সালে রাহুল গান্ধী এই ডিগ্রি পেয়েছেন।

পাশাপাশি কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন ধ্রুবলাল। তাঁর দাবি, কেমব্রিজ কলেজের ডিগ্রিতে তাঁর নাম রয়েছে রাউল ভিঞ্চি। রাহুল গান্ধী নয়। তাঁর আরও দাবি, ২০০৪ সালের হলফনামায় রাহুল ব্রিটেনের ব্যাকপস লিমিটেডে তাঁর শেয়ার রয়েছে বলে উল্লেখ করেন। সেই কোম্পানির রেকর্ড অনুযায়ী, তাঁর ঠিকানা ব্রিটেন। পাশাপাশি, তিনি যে ব্রিটিশ নাগরিক উল্লেখ রয়েছে তাও। এরপরই স্ক্রুটিনি স্থগিতের নির্দেশ দেন জেলাশাসক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*