বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের ওয়ান পয়েন্ট কর্মসূচী; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

আজ পূর্বস্থলি, দেওয়ানদিঘি ও রায়নাতে মোট তিনটি নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভায় বলেন, এখনও যারা বামপন্থায় বিশ্বাস করেন, দয়া করে নিজেদের বিজেপির কাছে বিক্রী করবেন না। সিপিএমের লোকরা অনেক অত্যাচার করেছে ৩৪ বছর, আমাদের শেখাতে আসবেন না। আমি ২০১১ সালে সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে এই রায়না থেকেই আওয়াজ তুলেছিলাম।

তিনি আরোও বলেন,কেন্দ্রের অপদার্থ সরকার জ্ঞান দিচ্ছে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? বাংলার নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে জবাব দেবে। কেন্দ্র কি করেছে পাঁচ বছরে, নিজেরা সেটার জবাব দিক।

মমতা বলেন, আমার সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করুক, উন্নয়ন নিয়ে লড়াই করুক, দিশা নিয়ে লড়াই করুক কিন্তু আসলে ওরা তা পারছে না। তাই, আমার বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম ও বিজেপি এক হয়েছে যাতে মোদী বাবুকে প্রধানমন্ত্রী করা যায়। আর আমরা এখানে মানুষকে নিয়ে এক হয়েছি, মোদী বাবুকে দেশ থেকে বিদায় দিতে হবে। বিজেপিকে হারাতে হবে, এটাই আমাদের ওয়ান পয়েন্ট কর্মসূচী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*