আজ আরামবাগ, খানাকুল ছাড়াও বড়গাছিয়ায় নির্বাচনী জনসভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, যত বেশী দফায় ভোট করাবে বিজেপি, তত বেশী আসনে জিতবে তৃণমূল। তিনি বলেন, বিজেপির মৃত্যুঘন্টা বেজে গেছে, এবার দিল্লীতেও পরিবর্তন হবে। উন্নয়ন তুলে ধরে মমতা বলেন, আরামবাগ মহকুমায় ৪০ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প করা হচ্ছে। একটি রাস্তার প্রকল্পে আমরা হাতে নিয়েছি যার মাধ্যমে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ সমান্তরাল ভাবে যুক্ত হবে, এই প্রকল্পটি ৩২০০ কোটি টাকার প্রকল্প।
তিনি আরোও বলেন, আরামবাগে আপনাদের জন্য মেডিক্যাল কলেজ তৈরী করে দিচ্ছি। ১০০ জন এখানে ডাক্তারি পড়তে পারবে। এই কলেজে থাকবে ৫০০ শয্যা। এটা করতে আমাদের প্রায় ৩৫৭ কোটি টাকা খরচ হবে। আরামবাগ ও শ্রীরামপুরে ইতিমধ্যেই আমরা দুটো মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করে দিয়েছি। এছাড়া, গ্রামীণ হাসপাতালগুলোর উন্নয়ন করা হয়েছে। কামারপুকুর হাসপাতালের মানোন্নয়ন করতে আরও ৪.৫২ কোটি টাকা দেওয়া হয়েছে।
মমতা বলেন, ৩৪ বছর অনেক লড়াই করেছি। সিপিএম কম মারেনি। তাতেও পরিবর্তন করেছি। বিজেপি নাকি বাংলা দখল নেবে। এবার কেন্দ্রে পরিবর্তন হবেই হবে।
Be the first to comment