বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১জনের৷ গুরুতর আহত হয়েছেন ৩৫ জনেরও বেশী মানুষ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাজারে কেনাকাটা করতে ব্যস্ত ছিল সবাই। হঠাৎই ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে বাগদাদ মার্কেট চত্বর।
জানা গিয়েছে, বাগদাদের নাহরওয়ান এলাকায় জঙ্গিরা বড়সড় নাশকতার ছক কষেছিল । মোট পাঁচজন ওই মার্কেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল। আর মঙ্গলবার সকালে বাজারের মধ্যে সাধারন ভাবেই ঘুরে বেড়াচ্ছিল তারা। কিন্তু পরে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ৩ জনকে সঙ্গে সঙ্গেগুলি করে খতম করলেও বাকি ২ জন পুলিশের চোখ এড়িয়ে যায়। এরপরেই ঘটে যায় দূর্ঘটনা। ভয়ঙ্কর আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। সিল করে দেওয়া হয়েছে আশেপাশের অঞ্চল। জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।
Be the first to comment