মালদায় খুন হলেন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

Spread the love

কীর্তনের আসরে কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জেরে এই খুন বলেই মনে করা হচ্ছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে মালদার শিমলা গ্রামে এক ব্যক্তিকে কীর্তনের আসরে কুপিয়ে খুন করা হয়। জানা গিয়েছে, মৃতের নাম সনাতন মহালদার, বয়স ৩০ বছর। এলাকায় তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অভিযোগের তির বিজেপির দিকেই। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই গ্রামে বসেছে কীর্তনের আসর। গতকাল সেই আসরে ছিলেন সনাতন। এদিকে ভোটের কয়েকদিন আগে থেকেই ওই এলাকার দখল নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির ঝামেলা চলছিলো। তৃণমূলের পক্ষে সেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সনাতনও ৷ জানা গিয়েছে, গতকাল রাত ১২টা নাগাদ কীর্তনের আসরে সনাতনের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ মারা হয় ৷ অস্ত্রের কোপ তাঁর মেরুদণ্ড ভেঙে পিঠের নিচের অংশে চলে আসে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ৪ তৃণমূলকর্মী ৷

অভিযোগ, হামলাকারীরা সবাই বিজেপি কর্মী। হামলার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুকুরিয়া থানার পুলিশ। পুলিশ সনাতন ও জখম ৪ জনকে স্থানীয় আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। রাতেই তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*