ব্যারাকপুরের মক পোলিংয়ের সময় ইভিএম মেশিনে বিজেপির পদ্ম প্রতীকের নীচে লেখা রয়েছে বিজেপির নাম। আর এই ইস্যুতেই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, শুক্রবার সকালে ইভিএম বিতর্কে উত্তাল হয়ে ওঠে ব্যরাকপুর ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। মকপোলের সময় দেখা যায় ব্যারাকপুরে ইভিএমএ শুধুমাত্র বিজেপি প্রার্থী অজুর্ন সিংয়ের নামের পাশে প্রতীকের নীচেই আলাদা করে উল্লেখ করা হয়েছে দলের নাম ৷ বাকি প্রার্থীদের নামের পাশে প্রতীক থাকলেও উল্লেখ করা নেই দলের নাম ৷ এতেই প্রতিবাদ জানান তৃণমূলের এজেন্টরা ৷ বিক্ষোভে বন্ধ হয়ে যায় মক পোল ৷ একই ঘটনার পুনরাবৃত্তি হয় রায়গঞ্জেও ৷
এদিকে ঘটনার বিরুদ্ধে নির্বাচনের কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের এক বিশেষ প্রতিনিধি দল। এই দলে ছিলেন সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জী, ডেরেক ও ‘ব্রায়েন, শুভাশীস চক্রবর্তী ও তাপস রায়।
Be the first to comment