অবশেষে ছয় ঘণ্টার পর স্বাভাবিক হচ্ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা ৷ শনিবার ভোর রাতে আচমকাই সার্ভার বিভ্রাটের জেরে স্তব্ধ হয়ে যায় পরিষেবা। ঘটনার জেরে আটকে পড়ে একের পর এক বিমান। তবে শুধু ভারতে নয় বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে বিমান ধরতে এসে সমস্যায় পড়েন যাত্রীরা ৷ এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বনী লোহানি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টা বন্ধ থাকায় আপাতত দু’ঘণ্টা দেরিতে চলছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ ডিপার্চার মেইনটেনেন্স সার্ভার বসে যাওয়াতেই এই দুর্ভোগ ৷ তবে সন্ধ্যের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ৷ নির্ধারিত সূচি অনুযায়ীই উড়বে বিমান ৷
জানা গিয়েছে, এদিন রাত সাড়ে তিনটে নাগাদ হঠাৎ এয়ার ইন্ডিয়ার প্রধান সার্ভার পুরোপুরি শাটডাউন হয়ে যায় ৷ এর জেরেই ঘটে বিপত্তি ৷ দেশ জুড়ে ব্যাহত হয় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ৷ প্রভাব পড়ে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানগুলিতেও ৷ এয়ারপোর্টেই আটকে পড়েন যাত্রীরা ৷ অনেক যাত্রী ট্যুইটারে নিজেদের দুর্ভোগের কথা জানিয়ে এয়ারপোর্টের থিকথিকে ভিড়ের ছবি পোস্ট করেছেন ৷
Be the first to comment