জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে মৃত্যু হল মোট ১৫ জনের । এরমধ্যে তিন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। দুর্ঘটনার জেরে ৩ মহিলা ও ৬ শিশুর মৃত্যু হয়েছে । বাকিদের গুলি করে খতম করা হয়েছে । গতকাল রাত থেকেই শ্রীলঙ্কার পূর্বে কালমুনাই শহরে চলছে জঙ্গি দমন অভিযান । উল্লেখ্য, রাতে একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী । জওয়ানদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । জবাব দেয় সেনা । এরপরই তিনটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। মহিলা, শিশুসহ মৃত্যু হয় মোট ১২ জনের। পরে সেনার গুলিতে আরও ৩ জঙ্গি খতম হয়।
পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, আমরা আত্মঘাতী বোমারু সহ মোট ১৫ জনের দেহ উদ্ধার করেছি। জঙ্গিদের গুলিতে একজন নাগরিকও মারা গেছে, তিনজন জখম । তবে, নিরাপত্তারক্ষী বাহিনীর ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর।
কালমুনাইতে আগে থেকেই যৌথ অভিযান চলছিল । কারণ, বিস্ফোরণের আগে এখান থেকেই ভিডিয়ো রেকর্ড করে ISIS নেতা আবু বকর-আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছিল ইসলামিক চরমপন্থী সংগঠনের জঙ্গিরা । গতকালের অভিযানের পর ওই বাড়ি থেকে ISIS-র পতাকা, 150টি ডায়নামাইট ও প্রায় 1 লাখ বল বিয়ারিং বাজেয়াপ্ত হয়েছে ।
Be the first to comment