২৯ এপ্রিল অর্থাৎ সোমবার চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ ৯টি রাজ্যের ৭২টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গর ৮টি কেন্দ্র ছাড়াও এই দফায় ভোট হবে বিহারের ৫টি কেন্দ্রে, জম্মু – কাশ্মীরের ১টি কেন্দ্রে, ঝাড়খণ্ডের ৩টি কেন্দ্রে মহারাষ্ট্রের ১৭টি কেন্দ্রে, মধ্যপ্রদেশের ৬টি কেন্দ্রে, ওড়িশার ৬টি কেন্দ্রে রাজস্থানের ১৩টি এবং উত্তরপ্রদেশের ১৩টি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। বিহারের দ্বারভাঙা, উজিয়ারপুর, সমষ্টিপুর, বেগুসরাই, মুঙ্গের। কাশ্মীরের অনন্তনাগের কুলগাম জেলায়। ঝাড়খণ্ডের ছাতরা, লোহারডাঙা, পালামৌয়ে।
এছাড়াও মহারাষ্ট্রের নান্দুরবার, ধুলে, দিনদোরি, নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ ও মধ্যে। ভোটগ্রহণ হবে সিধি, শাহদোল, জাবলপুর, মান্ডলা, বালাঘাট, ছিন্দওয়াড়া। ওড়িশার ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুর। রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধপুর, আজমেঢ়, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, উদয়পুর, বাঁশওয়াড়া, চিতোরগড়, রাজসামাাদ, ভিলওয়াড়া, কোটা, ঝালাওয়াড়-বারান।
উত্তরপ্রদেশের শাহজাহানপুর, খেরি, হারদই, মিসরিখ, উননাও, ফারুখাবাদ, এটাওয়াহ, কানাউজ, কানপুর, আকবরপুর, জলাওঁ, ঝাঁসি, হামিরপুরে হবে ভোটগ্রহণ। এছাড়াও পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, দূর্গাপুর এবং বীরভূমে নির্বাচন হতে চলেছে আগামীকাল ৷
Be the first to comment