বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রথম এলেন কলকাতায়। রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে নাগরিক অভ্যর্থনা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, উনি যখন সংসদে ছিলেন তখন আমিও সংসদ সদস্য ছিলাম। কিন্তু ওনার সম্বন্ধে এতকিছু কথা জানতাম না। আসলে উনি খুব লো-প্রোফাইলে থাকেন। ওনার দীর্ঘ জীবন কামনা করি। উনি এইরকমই সহজ সরল থাকুন। মুখ্যমন্ত্রী বলেন, আমন্ত্রণ স্বীকার করে রাষ্ট্রপতি যে এসেছেন তাতে তারা সম্মানিত, গর্বিত এবং কৃতজ্ঞ। তিনি বলেন, আপনি আমাদের গাইড করবেন, অ্যাডভাইস দেবেন। বাংলায় এসে বাংলার মাটিকে যেভাবে ইজ্জত দিয়েছেন তার জন্য আপনার এবং রাষ্ট্রপতি ভবনের প্রতি আমি কৃতজ্ঞ, বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বাংলার কৃতী সন্তান রবীন্দ্রনাথ, নেতাজী, বিবেকানন্দ শুধু বাংলার নন, সারা বিশ্বের সম্পদ তা মনে করিয়ে দেন। বলেন কলকাতা হলো দেশের সাংস্কৃতিক রাজধানী। মুখ্যমন্ত্রী আবারও ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গে মুখ খুলে বলেন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাহি আমরা সবাই এক। মনে করিয়ে দেন জাতীয় সঙ্গীত জন-গণ-মনতে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা বলে বঙ্গকে শেষকালে দেখিয়ে সম্প্রীতির মালা গেঁথেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। সেই পথেই দেশ চলুক সেটাই চান তিনি।
Be the first to comment