ছবি- (এএনআই)
ভোট ঘোষণার সময় থেকেই তিনি বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন। সেই দাবি মেনে নজিরবিহীনভাবে আসানসোলের একশো শতাংশ বুথে মোতায়েন হয় আধাসেনা। কিন্তু দিনের শেষে সেই আধাসেনার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আর দিনভর বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারানোয় পাল্টা তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করলো কমিশন।
এদিন বাবুল প্রথমেই পৌঁছন বারাবনির কাশীডাঙার বুথে। বিজেপির এজেন্ট নেই কেন? বুথে ঢুকে অন্য পোলিং এজেন্টদের ধমক দেন বাবুল সুপ্রিয়। ঘটনাস্থলে দেরিতে আসায় পুলিশকেও রীতিমত ধমক দেন বাবুল।
Be the first to comment