আবারও ভোটদানে শীর্ষে বাংলা

Spread the love

লোকসভা ভোটের চতুর্থ দফায় ৯টি রাজ্যের ৭২টি কেন্দ্রে সন্ধে ছ’টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৯.৪৭ শতাংশ ৷ উল্লেখ্য, চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে বিহারের পাঁচটি কেন্দ্রে, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে, মহারাষ্ট্রের সতেরোটি কেন্দ্রে, মধ্যপ্রদেশের ছ’টি কেন্দ্রে, ওড়িশার ছ’টি কেন্দ্রে ৷ রাজস্থান ও উত্তরপ্রদেশের তেরোটি করে কেন্দ্রে ৷ ভোট হয় জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ৷ এই লোকসভা কেন্দ্রে তিন দফায় ভোট হচ্ছে ৷ এদিনই মধ্যপ্রদেশে ও ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট সম্পন্ন হল ৷

সন্ধে ৬টা পর্যন্ত বিহারে মোট ভোট পড়েছে– ৫৩.৬৭%

জম্মু-কাশ্মীরে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৯.৭৯%

মধ্যপ্রদেশে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৬৫.৮৬%

মহারাষ্ট্রে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৫১.৮০%

ওডিশায় সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৬৪.০৫%

রাজস্থানে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৬৩.২৩%

উত্তরপ্রদেশে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৫৩.২৫%

পশ্চিমবঙ্গে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৭৬.৫৯%

ঝাড়খণ্ডে সন্ধে ৬টা পর্যন্ত মোট ভোট পড়েছে– ৬৩.৭৬%

গত তিন দফার মত চতুর্থ দফাতেও রেকর্ড ভোট পড়েছে বাংলায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*