মোদীকে ‘নির্লজ্জ’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নির্লজ্জ প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রী বিধায়ক বেচা কেনা করছেন। হর্স ট্রেডিং চলছে এখন। এই একটাই কারণে তাঁর প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। উনি হাওয়ালাকাণ্ডের দালাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, এখনও পর্যন্ত তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।

সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদীর প্রার্থীপদ বাতিলের আবেদন করে তৃণমূল কংগ্রেস। আর মঙ্গলবার ভদ্রেশ্বেরে একটি জনসভা থেকে মোদীকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, নির্লজ্জ প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রী বিধায়ক বেচাকেনা করছেন। ওঁর বিরুদ্ধে হাওয়ালার অভিযোগ আছে, উনি নিজেই হাওয়ালাকাণ্ডে জড়িত। আমি ভদ্রলোক তাই নির্বাচন চলছে বলে কিছু বলছি না। কিন্তু উনি তো সারদা, নারদা, হাওয়ালার দালাল ।

পাশাপাশি ৪০ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার প্রসঙ্গে মমতা বলেন, হর্স ট্রেডিং চলছে এখন। এই একটাই কারণে তাঁর প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। একজন প্রধানমন্ত্রী হয়ে বলেন আমার সাথে ৪০ জন বিধায়ক যোগাযোগ করছে? অ্যান্টি ইলেকশন কথা বলছে, অসাংবিধানিক কথা বলছে। আগে চাওয়ালা ছিল, সঙ্গে ছিল কেটলি। আর এখন আছে জেটলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*