মাসানুর রহমান,
আজ হাওড়ার আন্দুলে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের একজন ব্লক সভাপতির যোগ্যতা নরেন্দ্র মোদীরও চেয়েও বেশি। একটা রাজনৈতিক দলের উচিৎ দেশের রাজনীতি, সমাজ, ইতিহাস-ভূগোল, সংস্কৃতি সব কিছু জানা। তিনি আরোও বলেন, কেন্দ্র সবসময় বাংলাকে বঞ্চনা করেছে। কেউ বাংলার দিকে তাকায়নি, চিরকাল বাংলা লাঞ্ছিত, বঞ্চিত আর শোষিত।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কি কাজ হয়েছে ওরা চোখে দেখতে পায় না, যারা দিল্লী থেকে এখন আসছে তারা কেউ বাংলাকে চেনেই না। তিনি বলেন, ওরা বলেছিল নোট বাতিলের পর সন্ত্রাসবাদ শেষ গয়ে যাবে। ওনার আমলে সন্ত্রাসবাদ বেড়েছে ২৬০%। এমনকি আজও মহারাষ্ট্রে একটা আক্রমণ হয়েছে। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি আরোও বলেন,
মোদী বাবু একটা মাওবাদী রাজ্য দেখাক যা আপনি শান্ত করতে পেরেছেন, বাংলাকে গালাগালি না দিয়ে এই চ্যালেঞ্জ গুলো নিন না। আর যখন ৩৪ বছর পর আমরা বাংলার জঙ্গলমহল, পাহাড়কে শান্ত করেছি তখন আপনারা এসে তা অশান্ত করার চেষ্টা করছেন, আগুন লাগাচ্ছেন কারণ আপনারা বাংলাকে হিংসা করেন।
Be the first to comment