বৃহস্পতিবার প্রকাশিত হলো CBSE দ্বাদশ শ্রেণীর ফলাফল ৷ আর মেধাতালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে মেয়েরা। হংসিকা শুক্লা ও করিশ্মা অরোরা এবছর মেধা তালিকায় যুগ্ম প্রথম। হংশিকা ও করিশ্মার প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৯। উল্লেখ্য, এবছর মেয়েদের পাশের হার ৮৮.৭ শতাংশ। এদিন এক সাংবাদিক সম্মেলনা এমনই তথ্য জানিয়েছেন সিবিএসসি-র চেয়ারম্যান অনিতা কারওয়ালে। তিনি জানান দেশের মধ্যে সবচেয়ে বেশি পাশের শতাংশের হার দেখা গিয়েছে ত্রিবান্দমে,তা হল ৯৮ .২ শতাংশ।
আর ফলাফল প্রকাশের পরপরই টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
cbseresults.nic.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ৷ ফেব্রুয়ারি ও মার্চ মাসে CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিলো ৷ চলতি বছরে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা ছিল ৩১১৪৮২১ যাদের মধ্যে ২৮ জন ট্রান্সজেন্ডার ৷ cbseresults.nic.in এর পাশাপাশি cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in. ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে ৷
Be the first to comment