বিধানসভায় বাইরে ইডেন গার্ডেন্সের সামনে মাঝ রাস্তায় বসে মুল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ করল বাম কংগ্রেস বিধায়করা। বুধবার বিধানসভায় মুল্যবৃদ্ধি নিয়ে প্রস্তাব এনেছিল কংগ্রেস ও বামেরা। কিন্তু স্পিকার সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন। ফলে বিধানসভা ওয়াক আউট করে বাম কংগ্রেস। বিধানসভা কক্ষের বাইরে এসে কাগজ ছুড়ে তারা বিক্ষোভ দেখান। এর পর বিধানসভার বাইরে বেড়িয়ে ইডেন গার্ডেন্সের ৮ নম্বর গেটের বাইরে রাস্তায় বসে পরেন বাম কংগ্রেস বিধায়করা। বসে তারা স্লোগানিং করতে থাকেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারের ভুমিকা নিয়ে অবরোধ করেন নেপাল মাহাতোরা। মুখ্যমন্ত্রী কেন বিধানসভায় আসছেন না তা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দল নেতারা।
রাজ্যে বিরোধী দলের নেতারা আক্রান্ত হচ্ছেন, এমনকি ছাড় পারছেন না শাসক তৃণমূল কংগ্রেস এর নেতারাও। রাজ্যে গনত্রন্ত্র আক্রান্ত।ডেঙ্গুর পর এবার এই অভিযোগে উত্তাল হলো রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। এই দাবি নিয়ে আজও বিধানসভার দ্বিতীয় ভাগের অধিবেশন বয়কট করলো বিরোধীরা।পাশাপাশি এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জবাবও দাবি করে বাম কংগ্রেস।
Be the first to comment