পর্যটকদের ফিরিয়ে আনতে পুরী থেকে ৩টি স্পেশ্যাল, বাতিল বহু ট্রেন

Spread the love

ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যেই ৭৪টি ট্রেন বাতিল করা হয়েছে। তাই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুরী থেকে তিনটি ট্রেন দেওয়া হয়েছে বৃহস্পতিবার। ট্রেনগুলি ছাড়ার সময় যথাক্রমে বেলা দেড়টা বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টা । দেড়টার ট্রেনটি শালিমার এবং ৩টে ও ৬টার ট্রেন দুটি হাওড়া পর্যন্ত আসবে বলে জানা গিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন । স্টেশনে গিয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন।

ট্রেনটিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন সংগ্রহ করা যাবে। এছাড়াও ট্রেনটিতে জেনেরাল, স্লিপার, 3A ও 2A আসন থাকছে। প্রতিটি ট্রেনই খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জজপুর, কেন্দুঝাড় রোড, ভদ্রক, বলেশ্বর ও খড়গপুর হয়ে আসবে। পাশাপাশি পর্যটকরা যাতে ঠিক সময়ে ট্রেনটি ধরতে পারেন তাই পুরীর সৈকতের বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে ঘোষণা করা হয়।

এছাড়াও রেলের তরফেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের পূর্ব উপকূলীয় শাখার তরফে ৮১টি ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক জে পি মিশ্র। দক্ষিন পূর্ব শাখাতেও বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। এদিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইস্টার্ন ও সাউথ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার পি এস মিশ্র।

দেখুন কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*