ফণীকে সামলাতে কী পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন? পড়ুন!

Spread the love

আগামী ৬মে, সোমবার বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে নির্বাচন। ইতিমধ্যেই ওই সব কেন্দ্রে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের আবহে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়তে চলেছে। তবে দুর্যোগের জন্য যাতে ভোট প্রক্রিয়ায় যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলো নির্বাচন কমিশন।

উল্লেখ্য, শুক্রবার ওডিশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফণী। ইতিমধ্যেই তার দাপট শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। উপকূলবর্তী এলাকার মানুষ ও পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর শুরু করে দিয়েছে প্রশাসন। পুরী থেকে পর্যটকদের ফেরানোর জন্য স্পেশাল ট্রেন, বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। ভোট চলাকালীন বড় দুর্যোগে যাতে ভোটপ্রক্রিয়ায় কোনও ভাবে ব্যাঘাত না ঘটে, তাই জেলা প্রশাসনগুলিকে সতর্ক করল নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, জেলা প্রশাসনগুলিকে কমিশন নির্দেশ দিয়েছে, স্ট্রংরুম, ডিস্ট্রিবিউশন সেন্টারে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ভোটকেন্দ্রে থাকতে হবে জরুরি ব্যবস্থা। ফণী মোকাবিলায় জেলা প্রশাসনগুলি কী ব্যবস্থা নিচ্ছে, তা শুক্রবার বেলা ১২টার মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ৬মে নির্বাচনের জন্য। তবে জানা গিয়েছে, আরও ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*