ওড়িশার পর এ রাজ্যে ফণী

Spread the love

ওড়িশার পর এ রাজ্যেও আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরী দিয়েই আমাদের রাজ্যে ঢুকবে ফণী। ওড়িশায় ইতিমধ্যে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় ১৭০-১৯০ কিমি বেগে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যেই ফণী আছড়ে পড়বে আমাদের রাজ্যে। সাথে সাথে এও জানানো হয় যে যেহেতু ওড়িশা থেকে আমাদের রাজ্যে আসবে ফণী তাই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া, হুগলী এই জলাগুলিতেই আছড়ে পড়বে ফণী।

দীঘায় ইতিমধ্যে প্রচন্ড পরিমাণে বাড়ছে ঢেউয়ের গতিবেগ। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাড়ানো হয়েছে সতর্কতা। যেকোনো মুহূর্তেই আছড়ে পড়তে পারে ফণী। ওড়িশায় বাতিল করা হয়েছে ২৩৩ ট্রেন, বাতিল করা হয়েছে সমস্ত বিমান। কলকাতাতেও আজ সন্ধ্যা ৬ টা থেকে বন্ধ থাকবে বিমানবন্দর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*