দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস, উপড়ে পড়লো ইলেকট্রিক পোস্ট

Spread the love

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। পর্যটকরা যাতে কোনওভাবেই সমুদ্রের ধারে যেতে না পারেন তার জন্য ক্রমাগত নজরদারি চলানো হচ্ছে। ইতিমধ্যেই, দিঘাতে পৌঁছে গেছেন পুলিশ সুপার ভি সুলেমান নেশা কুমার। ফণীর মোকাবিলায় রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের মধ্যেই পর্যটকদের দিঘা থেকে চলে যাওয়ার নির্দেশিকা জারি করে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ৫০টি SBST বাসের বন্দোবস্ত করা হলেও সকাল থেকেই নিউ দিঘা স্টেশন ও বাসস্ট্যান্ডে পর্যটকদের হুড়োহুড়ি পড়ে যায়।

এদিকে শুক্রবার সকালে ঝড়ের দাপটে পশ্চিম মেদিনীপুরের শংকরপুরে উপড়ে পড়ে বিদ্যুৎতের খুঁটি। ফলে শংকরপুরের একাধিক এলাকা বিদ্যুৎহীন। ভেঙে পড়েছে নিউ দিঘা খনিকাঘাটের পুলিশের সহায়তা কেন্দ্র। কলকাতা, পশ্চিমবঙ্গ, সুন্দরবনসহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*