ফণীর জন্য আগাম সতর্কতা নিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবারই কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়। ক্ষয়ক্ষতির মোকাবিলার জন্য শুক্রবার সকাল থেকে ৬ মে অর্থাৎ সোমবার পর্যন্ত 24×7 চালু থাকবে এই বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন DC পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন কলকাতা পৌরনিগম, পূর্ত দপ্তর, দমকল বিভাগ এবং অন্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। এছাড়া তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ইতিমধ্যেই ফণীর দাপটে ওড়িশায় ৫ জনের মৃত্যু হয়েছে । আজ সকাল ৯ টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। ওড়িশার একাধিক জায়গায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত। জায়গায় জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির।
Be the first to comment