বিপাকে পড়ল ম্যাগি, বেশী মাত্রার ক্ষতিকারক ধূলিকনা থাকার অভিযোগ

Spread the love

আবারও মুখ পুড়লো ম্যাগির। গবেষণাগারের পরীক্ষায় এবারও ডাহা ফেল জনপ্রিয় ন্যুডলস। ঘটনার জেরেই প্রস্তুতকারক সংস্থা নেসলে ইন্ডিয়া, তিন পরিবেশক ও বিক্রেতার ওপর জরিমানা আরোপ করেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর প্রশাসন। গবেষকরা জানিয়েছেন, ম্যাগি-তে মানুষের সহনশীল মাত্রার থেকেও বেশি ‘অ্যাশ কনটেন্ট’(ক্ষতিকারক ধূলিকণা) রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ঠিক একইরকম ভাবে সমস্যায় পড়েছিল ম্যাগি। সেবার ম্যাগিতে মাত্রারিক্ত সীসা থাকার অভিযোগ উঠেছিল। এবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি সরকারি ল্যাবের রিপোর্টে ম্যাগিতে থাকা মাত্রারিক্ত অ্যাশের কথা জানানো হয়েছে। এর পরই নেসলেকে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এছাড়াও ম্যাগির তিন ডিস্ট্রিবিউটারকে ১৫ লক্ষ ও দুই বিক্রেতাকে ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

যদিও নেসলে ইন্ডিয়ার তরফে জানানো হয়, তাঁরা এখনও এই সংক্রান্ত কোনও রিপোর্ট হাতে পাননি। রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। তবে ম্যাগি প্রস্তুতকারক সংস্থার দাবি, ম্যাগির নমুনাটি ২০১৫ সালে সংগ্রহ করা হয়। সেটারই পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই সবকিছু জানা যাবে। তবে নেসলে ইন্ডিয়ার তরফ থেকে সাধারণ মানুষকে জানানো হচ্ছে ম্যাগি সম্পূর্ণ নিরাপদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*