অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স মেন বা জেইই মেন(এপ্রিল) পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন কৌস্তভ সেন। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। জানুয়ারি মাসে অনুষ্ঠিত জেইই মেন পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন হেমশীলা মডেল স্কুলের শাশ্বত দত্ত। হেমশীলা মডেল স্কুল থেকে একই বছরে (জানুয়ারি এবং এপ্রিল) জেইই মেন পরীক্ষায় দুজন স্টেট টপার হওয়ায় স্কুলের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হলো। হেমশীলা স্কুলে পড়াশোনা করার পাশাপাশি কৌস্তভ এবং শাশ্বত দুজনেই ফিটজী’র (FIIT JEE) দুর্গাপুর সেন্টার থেকে কোচিং নিয়েছেন। এর আগে আন্তজার্তিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দু’জনেই ভালো ফল করেন।
উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) এপ্রিল মাসে আয়োজিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন বা জেইই মেন পরীক্ষার ফলাফল সম্প্রতি ঘোষণা করেছে। সর্বভারতীয় স্তরে ২৯ র্যাঙ্ক করে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন রাজ্যে প্রথম হয়েছেন। এছাড়াও এবারের পরীক্ষায় দুর্গাপুরের সোহম মিস্ত্রী সর্বভারতীয় স্তরে ৪২ এবং শাশ্বত দত্ত সর্বভারতীয় স্তরে ৬৭ তম স্থান পেয়েছেন। যদিও শাশ্বত দত্ত জানুয়ারি মাসে আয়োজিত জেইই মেন পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন।
Be the first to comment